1


recording computer Screen software and create hd video tutorial for windows7.windows8.windows xp

আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি । আমি আপনাদের জন্য কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার একটি সফটওয়ার নিয়ে হাজির হলাম। এই টিউন্টি হয়ত অনেকে জানেন । তারপর ও যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন ।

স্ক্রিন রেকর্ড সফটওয়ার windows7.windows8.windows xp. ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন খুব সহজে একটি অসাধারন সফটওয়ার এর মাধ্যমে ।


আমরা জানি বিশ্বের সবছেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব । আর এই ইউটিউবে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখতে পায় ।আমার মনে প্রশ্ন জাগে আমি যদি পারতাম এই ভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে, আমার তৈরি করা ভিডিও ইউটিউবের মত ওয়েব সাইটে আপলোড করতে, এবং ইউটিউব থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করতে । আমার মত এই রকম প্রশ্ন যাদের মনে জাগে, তাদের জন্য আমার আজকের এই টিউন ।

আমি আজকে আপনাদের সাথে যেই সফটওয়ারটি শেয়ার করব, তার দ্বারা আপনারা কম্পিউটার থেকে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন । ভিডিও ইউটিউবে আপলোড করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন ।সফটওয়ারটির নাম হচ্ছে screen recorder software । 
সফটওয়ারটি ডাউনলোডকরুন  তারপর ইন্সটল করুন, এবং ওপেন করুন
(নোটঃ এখান থেকে ডাউনলোড করতে সমস্যা হলে যেকোন সাইট থেকে ডাউনলোড করুন)

কী-বোর্ড থেকে কিভাবে সফটওয়ারটি নিয়ন্ত্রন করবেন, নিচে দেখুন ।

·         F8” কী-প্রেস করে start-stop করতে পারবেন।
·         Ctrl+F8 কী-প্রেস করে pause-resume করতে পারবেন।
·         F9 কী-প্রেস করে স্ক্রিনশর্ট নিতে পারবেন
·         F10 কী-প্রেস করে ওয়েব ক্যামেরা চালু করতে পারবেন,
·         Capture window -F11
·         Follow mouse cursor -ctrl+
·         Follow focus window-alt+

এই সফটওয়ারটি আমার দেখা সবছেয়ে দারুন স্ক্রীনরেকর্ডার, এইটা দিয়ে খুব সহজে টিউটোরিয়াল তৈরি করা যাই, আপনারা ডাউনলোড করুন বাকি টা নিজেই নিজেই বুঝতে পারবেন ।আমি কথা গুলি লিখলাম যারা একবারে বুঝতে পারে না তাদের জন্য ।

রেজিস্টেশন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
সফটওয়ারটি open করুন, তারপর exit বাটানে ক্লিক করুন, এখন দেখুন সফটওয়ারটি রেজিস্ট্রেশন করতে বলতেছে,
রেজিস্ট্রেশন বাটানে ক্লিক করুন,
E-mail : nemo@snd.org
Key:       BE21Q-AB3AW-8GM14-KABA7-CCA3B

তারপর উপরের কোড বসিয়ে দিন,

আপনার কাজ শেষ,
এখন ফুলভার্সন সফটওয়ার উপভোগ করুন।
যারা টিউন্টি বুঝতে পারেন নি ।তারা এই ইউটিউব ভিডিও টি দেখুন । ভিডিওটি আপনাদের বুঝার জন্য তৈরি করা হয়েছে ।
আজ এখানে শেষ করছি, আগামি টিউন এর আমন্ত্রন রইল । ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
no image
Item Reviewed: how to create hd video tutorial frome computer/ খুব সহজে ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন একটি অসাধারন screen recorder software দিয়ে 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

This blog is very precise and informative. I have installed total recall recorder which is an amazing android app and it records audio and voice calls automatically with good sound clarity and no beep noise. This app is obtainable at half price together with 90 days free demo period! Get the best and unique app for recording calls

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.