0
আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আসা করি ভাল আছেন । আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি । আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলি, আমি এই ব্লগিং জগতে নতুন । তাই আমার ভুল ত্রুটি হতেই পারে । তাই আমার লেখা লেখিতে যদি কোন ভুল থাকে, আপনারা আমকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আর আপনারা যদি আপনাদের মত করে কোন কন্টেন্ট বুঝতে না পারেন, দয়া করে আমাকে কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন । আমি আপনাদের বুঝিয়ে দেয়ার জন্য চেষ্টা করব ।
অনেক কথা বললাম এবার আসুন কাজের কথাই ।


সারা প্রিথিবীতে জনপ্রিয় একটি মেসেঞ্জার যার নাম হচ্ছে Whatsapp. ফেসবুক মেসেঞ্জারের মত এই মেসেঞ্জারটিও অনেক জনপ্রিয় । এই মেসেঞ্জার ব্যাবহার করা খুব সহজ । www.whatsApp.com এই লিংক থেকে মেসেঞ্জার টি ডাউনলোড করুন । তারপর আপনার নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করুন । ব্যাস কাজ শেষ, এখন আপনার সেভ নাম্বারে যতজন মানুষ এই মেসেঞ্জার ব্যাবহার করে, সবার সাথে আপনি চেট করতে পারবেন অনেক সহজে । অডিও, ভিডিও ফাইল, সফটওয়ার ইত্যাদি শেয়ার করতে পারবেন খুব সহজে ।

সব ছেয়া বড় কথা হচ্ছে বাংলাদেশের দুইটি মোবাইল কম্পানি এয়ারটেল এবং গ্রামীন ফোন এই মেসেঞ্জার ফ্রি ব্যাবহার করার শুযোগ দিয়েছে । এখন আরো বড় কথা হচ্ছে এই ফ্রি মেসেঞ্জারটি আপনাকে দিচ্ছে ফ্রি কল করার সুযোগ।
আর আমার আজকের টিউন হচ্ছে, কিভাবে whatsapp মেসেঞ্জারে কলিং সিস্টেম চালু করবেন । এবং ফ্রি কথা বলবেন দেশ বিদেশের যেকোন whatsapp ব্যাবহার কারির সাথে ।
দুই পদ্বতিতে whatsapp মেসেঞ্জারে কলিং সিস্টেম চালু করা যেতে পারে ।

প্রথম পদ্বতি
প্রথমে www.whatsapp.com এই লিংক থেকে whatsapp এর লেটেষ্ট ভার্সনটি ডাউনলোড করুন । তারপর আপনার যে বন্ধুর মোবাইলে whatsapp কলিং সিস্টেম চালু আছে তাকে আপনার মোবাইলে কল দিতে বলুন । যদি কল আসে তাহলে আপনার কাজ শেষ, মানে আপনি এখন whtsapp ব্যাবহার করে কল করতেন পারবেন ।

কিন্তু যাদের এই নিয়মে কাজ করেনা তারা নিচের পদ্বতি অনুসরন করুন ।
প্রথমে একটি লেটেষ্ট ভার্সন whatsapp ডাউনলোড করুন ।
তারপর রুট এক্সপ্লোরার ডাউনলোড করুন, যদি না থাকে ।
download whats app latest versons

(নোটঃ আপনার মোবাইল ফোন অবশ্যই রুটেড হতে হবে)

এবারে X-plore  সফটওয়ারটি ওপনে করুন। ওপেন করলে data নামের
একটি ফোল্ডার পাবেন

Data নামের এই ফোল্ডারে ঢুকুন, এবং এই ফোল্ডারের ভিতর আরো একটি data নামের ফোল্ডার রয়েছে ।সেটিতে ঢুকুন। 
এবারে com.whatsapp নামের
একটি ফোল্ডার পাবেন নিচের দিকে। সেটিতে ঢুকুন
ওই ফোল্ডারে ঢুকলে shared_prefs নামে একটি ফোল্ডার পাবেন। সেটিতে ঢুকুন
ওটাতে ঢুকলে 3 টি ফাইল পাবেন। com.whatsapp_preferences.xml নামের ফাইল টি ওপেন করুন rb text editor দিয়ে। com.whatsapp_preferences.xml >> option>> open with>> text editor 

তারপরে অনেক লেখা দেখতে পাবেন

input the code লেখার স্থানে নিচেন কোড গুলো লেখেন।
কোড

<boolean name="call" value="true" />
<string name="call_allowed">all</string>

একটা কথা খেয়াল রাখবেন, কোড গুলো যেনো <map> এর
ভেতরে থাকে <map>

লেখা শেষ হলে save changes এ ক্লিক করে লেখা সেভ করুন
নিচের ছবির মত করে কোড গুলো বসিয়ে দিন
এখন কিন্তু হোয়াসট এ্যপ ওপেন করবেন না
ফোনের সেটিংস যান। তারপরে এ্যপস যান।
তারপরে হোয়াসট এ্যপ ফোরস ক্লোজ/ স্টপ দিন
এবারে হোয়াসট এ্যপ ওপেন করুন।

দেখবেন কল করার অপশন পাবেন
সাথে নম্বরও পাবেন।

এখন যাকে ইচ্ছা কল করুন । তবে যাকে কল করবেন তার মোবাইলেও যেন এই সিস্টেম চালু করা থাকে। এই হল আমার whatsapp কলিং সিস্টেম চালু করার টিউন, আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।
কিভাবে খুব সহজে whatsapp দিয়ে ফ্রিতে কল করবেন, বাংলা টিউন
Item Reviewed: কিভাবে খুব সহজে whatsapp দিয়ে ফ্রিতে কল করবেন, বাংলা টিউন 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.